এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
খুলনা জেলার রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের পথের বাজার জামে মসজিদ ভাঙ্গনের মুখে, ভৈরব নদীর শাখা নদী আঠারোবাকি নদীতে জোয়ারের পানির চাপ বৃদ্ধি পেয়ে ভাঙ্গন শুরু হয়েছে ।ভেঙে যাচ্ছে নদীর পাড়ে থাকা রাইস মিল, বসত ভিটা , খেয়াঘাট ও নন্দনপুর পথের বাজার জামে মসজিদ ।
মসজিদের ইমাম সাহেব বলেন, আমারা আল্লাহর ঘর রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকি আল্লাহ ভরসা।
এলাকাবাসীর পক্ষে সামাজিক সংগঠন “ড্রীমলাইট” এর প্রতিষ্ঠাতা পরিচালক এফ এম বুরহান জানান,
দীর্ঘদিন ধরে খেয়াঘাট ভাঙ্গা থাকায় আমাদের পারাপারের খুব কষ্ট হচ্ছে এখন এই ভাঙ্গনের কবলে পড়েছে আমাদের পথের বাজার জামে মসজিদও বর্তমানে মসজিদের অবস্থা খুব ঝুঁকিপূর্ণ ভেঙে পড়ার আতংকে ।
আমরা চাই খুব শীঘ্রই সরকারি ভাবে নদীর ভাঙ্গন প্রতিরোধ করা হোক। না হলে অনেক ক্ষতির মধ্যে পড়বে নন্দনপুর গ্রামবাসী ও পথের বাজার জামে মসজিদের মুসল্লিগণ।
এদিকে মসজিদ রক্ষার জন্য গ্রামে গ্রামে ঘুরে নারকেল গাছ ও বাঁশ কালেকশন করে মসজিদ রক্ষার চেষ্টা চলছে। পথের বাজার মসজিদের ইমাম সাহেব জানান, আমারা আল্লাহর ঘর রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাকি আল্লাহ ভরসা।