রূপালী চাঁদ”
শেখর চন্দ্র সরকার।
সে অনেক আগের কথা
ভালোবাসা নামক এক রুপালি চাঁদ
তার মিষ্টি মিষ্টি কথাগুলো
আমি কখনোই ভুলতে পারিনি।
তার বাঁকা চোখ দুঃখ ভরা মুখ
আমি কখনই সইতে পারিনি।
আমি ভালবেসেছি মনটাকে
বাধতে চেয়েছি বার বার,
পারিনি মনকে বোঝাতে সেদিন
হেরে গেছি বার বার।
কৃতজ্ঞ তোমার অভিনয়ে
জানো আমি পড়ে উঠতে শিখেছি
ভুলে গেছি ভালবাসার আর্তনাদ।
মুছে দিয়েছি মনের পাতাকে থেকে
কুলসিত খন্ড খন্ড নাটক
যার অভিনয় আমি আজো করে চলেছি।
তবুও তোমারি স্মৃতি জড়ানো ভালবাসা
আমাকে জাগিয়ে দেয় মাঝ রাতে
কি ছিল সেদিন ভালবাসার আড়ালে।