ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে এ সংঘর্ষ হয়। পরে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন- মোহাম্মদ ইদ্রীস, ইব্রাহীম হোসেন, আজিজুল হক ও মোহাম্মদ আমিন। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।