নিরেন দাস, বিশেষ জয়পুুরহাট
জয়পুরহাট জেলার সদর থানাধীন চক জয়কৃষ্ণপুর এলাকায় অভিয়ান চালিয়ে ৩১০ টি ট্যাপেন্টাডল বড়িসহ মোঃ মামুনুর রশীদ (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২৮ এপ্রিল) ১২ টায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
আটক মামুনুর রশীদ জয়পুরহাটের চক জয়কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের (ভারপ্রাপ্ত) কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্যাপেন্টাডল (ব্যথানাশক ওষুধটি ইয়াবার বিকল্প হিসেবে সেবন করেন মাদকসেবীরা) সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় মামুনুর রশীদের নামে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।