র্যাব পরিচয়ে ইয়াবা পাচার, র্যাবের হাতেই আটক
সোমেন সরকার
প্রকৃতপক্ষে র্যাবের সদস্য না হয়েই পরিচয় দিতেন র্যাবের। দীর্ঘদিন থেকে র্যাবের পরিচয় ব্যবহার করে দাপড়ের সাথে করতেন ইয়াবা ব্যবসা।অবশেষে প্রকৃত র্যাবের হাতেই ধরা পড়লেন কথিত র্যাব সদস্য মো. সোহেল রানা (৩৪)।বৃহস্পতিবার (৫ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা এলাকা অভিযানে চালিয়ে কথিত র্যাব সদস্য সোহেল রানা কে গ্রেফতার করে র্যাব ৭ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে ২ হাজার ৫৩৫ পিস ইয়াবা (আনুমানিক মূল্য ৭ লাখ ৬১ হাজার টাকা), ১ সেট র্যাবের পোষাক, ১টি নেমপ্লেট, ১টি র্যাবের হ্যাংগিং ব্যাজ, ১টি র্যাবের কালো বেল্ট, ২টি র্যাবের কালো ব্যায়নেট ক্যাপ, ২টি র্যাব গেঞ্জি এবং ১টি র্যাব আইডিকার্ড এর ফটোকপি উদ্ধার করা হয়।গ্রেফতার সোহেল রানা বগুড়া জেলার আজিজুল হকের ছেলে।র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, দীর্ঘদিন থেকে সোহেল রানা র্যাবের পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা করতেন। দীর্ঘদিন যাবৎ র্যাবের সদস্য পরিচয় দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে পরবর্তীতে তা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্যসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..