র্যাবের অভিযানে ৮ জুয়াড়ি আটক
নিরেন দাস,জয়পুরহাটঃ-
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে শুক্রবার (৩০ জুলাই) রাতে জয়পুরহাট জেলার সদর উপজেলার ২নং স্টেশন রোডে ময়না বাহার মার্কেট এর ভাড়াটিয়া জনৈক আব্দুল ছালাম সরদারে দোকানে অভিযান চালিয়ে
নগদ ও আলামতসহ হাতেহাতে ৮ জন জুয়াড়িকে আটক করেছে র্যাব সদস্যারা।
আটককৃতরা হলেন,উপজেলার শান্তিনগর এলাকার আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে চুন্নু বিশ্বাস (৫২),মৃত. মতিয়ার রহমানের ছেলে রানু শফি (৫৫),আউশগাড়া মন্ডলপাড়া এলাকার আব্দুল গফুর উদ্দিন মন্ডলের ছেলে ওয়াহেদ বাবু মন্ডল (৪৫), মৃত. মোকলেছুর রহমানের ছেলে এহসান আলী মুকুল(৪৪),জামালপুর চাঁন্দাপাড়া এলাকার বছির মণ্ডলের ছেলে বাবুল হোসেন(৪০),জমিনাপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে সাগর হোসেন (৩০), তোফাজ্জল হোসেনের ছেলে একরামুল হোসেন (২৮) ও পাবনা জেলার চরঘোষপুর উপজেলার মৃত রুপা সরদারের ছেলে আব্দুল ছালাম সরদার (৪৩) কে জুয়া খেলার সময়ে নগদ ৫,৩২৫০ টাকা জুয়া খেলার ৫ বান্ডিল তাস,৮ টি মোবাইল,৯ টি সিমকার্ড,২ টি মেমোরীকার্ড,১ টি বেড সিটসহ জুয়াড়িদের ময়না বাহার মার্কেট থেকে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে জয়পুরহাট সদর থানায় জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন হয়েছে বলে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..