
ইব্রাহিম হোসেন, খাগড়াছড়ি
পার্বত্য খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি বাজারে কলাপাতা কফি হাউজরের স্বত্বাধিকারী সুলতান আহমদেকে মেয়াদোত্তীর্ণ পণ্য ও কোমল পানীয় রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১০হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াছিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ অর্থ দন্ড প্রদান করেন।
এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ২০০৯- এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ধারায় দোষী সাব্যস্ত করে নগদ ১০হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়েছে।
এছাড়াও বাজারের অন্যান্য দোকান মনিটরিং করে সবাইকে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করার পরামর্শ দেয়া হয়।
ক্রেতাগণকে পণ্য কেনার সময় সংশ্লিষ্ট পণ্যের মূল্য ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কেনার অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াছিন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply