মোঃ ইউসুফ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কৃষি বিভাগের মাঠ কর্মকর্তা অদিত্য কুমার চন্দ্রগঞ্জের নিজ বাসায় ও ঠিকাদার হাবিবুর রহমান আলো ঢাকার একটি হাসপাতালে মারা যায়। শনিবার রাতে এ দুইজন মারা যায় বলে নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে সরকারী হিসেবে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে এখন পর্যন্ত ৬৫জন। তবে বেসরকারী হিসেবে এর সংখ্যা ৭৫জন। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ২২জন। আর ও নতুন ২৭জনসহ ১০৩৬জন শনাক্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৫৭৭জন। এসব তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগ। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন ।