লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলা কারাগারে হত্যা মামলার আসামী ফয়েজ আহমেদ মনু মিয়ার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে কারাগারে অসুস্থ হয়ে পড়ে ফয়েজ আহমেদ। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লক্ষ্মীপুর কারাগারের জেলার মো. শাখাওয়াত হোসেন জানান, ফয়েজ আহমেদ মনু মিয়া ভোররাতে বুকে ব্যাথা অনুভব করলে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এর আগে গত মে মাসের ১১ তারিখ থেকে নিজ শিশু কণ্যাকে হত্যা মামলার আসামী হয়ে সে জেলহাজতে রয়েছেন। উল্লেখ্য, গত ৫ মে ১৮ মাসের শিশু কণ্যা ফারহানা সুলতানা রাইমাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বাড়ির পাশের সেফটিক ট্যাংকিতে ফেলে রাখা হয়। এরপর এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় একটি নিঁখোজ সাধারন ডায়েরী করে বাবা ফয়েজ আহমেদ। এর ৫দিন পর ওই সেফটিক ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন বিকেলে শিশুর মা রাশেদা আক্তার সুমি বাদী হয়ে অজ্ঞাত আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনকভাবে ওই শিশুর বাবাকে পুলিশ আটক করে। এক পর্যায়ে পল্লী বিদ্যুৎতের খুটিঁ নিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কণ্যাকে নির্মমভাবে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় ঘাতক বাবা ফয়েজ আহমদ।