রাজু মন্ডল:
লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার বড়খাতায় অভিযান চালিয়ে বাল্যবিবাহ দেয়ার সময় কাজী আবুল হাশেমকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ জুলাই) রাতে হাতীবান্ধার বড়খাতা গ্রামের তহশিলদার পাড়া এলাকার হোসেন আলীর মেয়ে হাসি খাতুন (১৪) এর বাল্য বিয়ের প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে কাজী অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসংখ্য বহি উদ্ধার করা হয় যার মধ্যে শুধু একটি বহিই সরকারি নথিভুক্ত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সামিউল আমিন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহ বন্ধ করতে এসে সরাসরি বাল্যবিবাহ নিবন্ধনের প্রমাণ পাওয়ায় কাজীর বিরুদ্ধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১১ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, বাল্যবিবাহ নিবন্ধনের প্রমাণ হিসেবে কাজীর অফিস থেকে পাঁচটি ভলিউম বহি জব্দ করা হয়েছে। তার নামে একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।