রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
মুজিববর্ষে লালমনিরহাটে ৯৭৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার। ক- শ্রেণির এসব পরিবার যদের জমি ও বাড়ি কোনো কিছুই নেই তাদেরকে সরকারিভাবে ২ শতাংশ খাস জমির বন্দোবস্তসহ দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা একটি ঘর তৈরি করে দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে লালমনিরহাট জেলার ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক আবু জাফর আরো বলেন, জেলায় ক শ্রেনীর ৫ হাজার ৫শ ১৮টি পরিবারের গৃহনির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে জেলার ৫টি উপজেলায় ৯৭৮টি পরিবারের গৃহনির্মাণের কার্যক্রম ইতিমধ্যে শেষ পর্যায়ে।
তিনি আরো বলেন, আগামী শনিবার (২৩ জানুয়ারী) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে এসব ভুমিহীন পরিবারের জমির কাগজপত্রসহ গৃহ হস্তান্তর করবেন।
জেলা প্রশাসক মোঃ আবু জাফর প্রেস ব্রিফিংয়ে আরো বলেন,ইতিমধ্যে জেলায় ৪৯.৭২ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৬ কোটি ১২ লক্ষ ৫৬ হাজার টাকা প্রায়। এসব উদ্ধারকৃত খাস জমি ভুমিহীনদের নামে বরাদ্দ দেয়া হচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানাগেছে,জেলার ৯৭৮টি পরিবারের মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় ১৫০টি, আদিতমারীতে ১৩০টি, কালীগঞ্জে ১৫০টি, হাতীবান্ধায় ৪২৫টি ও পাটগ্রামে ১২৩টি পরিবার প্রথম দফায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন। এদিকে লালমনিরহাট জেলার নামের সাথে মিল রেখে লাল রংয়ের ঘর পাচ্ছেন ভুমিহীন ও গৃহহীন পরিবারগুলো।