ফররুখ আহমেদ দুলু লালমনিরহাট জেলা থেকে,
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউ পি নির্বাচনে জাহাঙ্গীর আলম আঙ্গুর এগিয়ে
আসন্ন তুষভান্ড়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী জাহাঙ্গীর আলম আঙ্গুর ইউ পি নির্বাচনে তিনি বিএনপি’র ধানের শীষের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শেখ হাসিনার অধিনে সব ধরনের নির্বাচনে না যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিলে,তিনিও নির্বাচন না করার ইচ্ছা পোষন করেন।
কিন্তু মাঠ জরিপে তার অবস্থান অনুকুলে থাকায় ইউনিয়নবাসীর মতামতকে সমর্থন দিতে গিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ভোটের মাঠে থাকার সদয় সম্মতি পোষণ করেন।
তুষভান্ডার ইউনিয়ন পরিষদের একাধিক বাসিন্দা জাতীয় দৈনিক সূর্যদোয়কে বলেন” তুষভান্ড়ার বাসীর প্রয়োজনে তাকে, ভোটের মাঠে থাকা প্রয়োজন”
দেশের এই পরিস্থিতিতে ভোটের মাঠে থাকা না থাকা নিয়ে মানুষের মাঝে সন্ধিয়ান থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি প্রার্থী হচ্ছেন।
এ প্রসংঙ্গে তুষভান্ড়ার ইউনিয়ন হরবানীনগরের বাসিন্দা জরিফ উদ্দিন দুলু জাতীয় দৈনিক সূর্যদোয়কে বলেন,”আমরা আশাবাদী যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে জাহাঙ্গীর আলম আঙ্গুরের জয় নিশ্চিত ”
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জাতীয় দৈনিক সূর্যদোয়কে বলেন,”যেভাবে আওয়ামীলীগের দুটি গ্রুপের দ্বন্দ গ্রুপিং প্রকাশ্যে রুপ নিছে, তাতে করে ভোটের মাঠে এগিয়ে জাহাঙ্গীর আলম আঙ্গুর।
এ প্রসংঙ্গে জানতে চাইলে, চেয়ারম্যান পদ প্রার্থী জাহাঙ্গীর আলম আঙ্গুর জাতীয় দৈনিক সূর্যদোয়কে বলেন,” আমি বিগত নির্বাচন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেছিলাম,তাই এবার ও সর্বসাধারনের ভালবাসায় সিক্ত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি।আমার দৃঢ় বিশ্বাস তুষভান্ডার বাসী আমার সাথে আছে এবং শেষ অবধি পাশে থাকবে”।