রেখা মনি, নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চুলার আগুন থেকে সুত্রপাত হয়ে ভয়াভহ অগ্নিকান্ডে ঘরবাড়ী সহ এক পরিবারের ঘুমন্ত দুই ছেলে সহ ৩ জন অগ্নিদগ্ধ। প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার মৃত জোবেদ আলীর স্ত্রী হাজেরা বেওয়া (৪৫), ছেলে আল আমিন (১৫) ও হিমেল (০৯)।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) নুরুল আমিন সরকার জানান, রাতে খাওয়া শেষে দুই ছেলেকে নিয়ে ঘুমিয়ে পরেন বিধবা মা হাজেরা।মধ্যরাতে হঠাৎ চুলোর আগুন থেকে পুরো ঘরে আগুন ছড়িয়ে পরে। এতে ঘুমন্ত মা ও দুই ছেলে দগ্ধ হন।
তাদের চিৎকারে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণ করে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করেন।সব থেকে বেশি দগ্ধ হয়েছে ছোট ছেলে হিমেল।তার পুরো পিঠ পুড়ে গেছে।
এ অগ্নিকাণ্ডে বিধবা হাজেরা বেওয়ার থাকার দুইটি ঘর ভস্মীভূত হয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..