মোঃ শরিফুল মোল্লা
নড়াইল জেলা লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের ৯৪ নং মশাঘৃণী মৌজায়,আর এস ৯৫ দাগে ৬৯ শতাংশ জমির মধ্য ৭ শতাংশ ৬৭ পয়েন্ট জমি। পৈত্রিক সূত্রে মালিকানা অবস্থায় ভোগ দখল করে আসিতেছিলেন পৌরসভা ৭ নং ওয়ার্ডের মোঃ জাহিদুল হক রনি ( ৩৫)।তিনি অভিযোগ করেন
আমার রেকডিও শরিক দের কাছ থেকে ৯ শতাংশ জমি কবলা দলিল মূলে মালিকানা সূত্রে দখল করিয়া ঘর নির্মাণ করে বসবাস করিতেছি। মোঃ সুজন ফকির ( ৪০ ) পিতা-মিরাজ ফকির সাং লক্ষিপাশা আমার শর্তের অংশের জমি দখল করার জন্য মোঃ সুজন ফকির ১৬/ ১০/ ২০২৪ / বুধবার একটি টিনসেট ঘর নির্মাণ করেন আমি বিষয়টি জানতে পেরে । লোহাগড়া থানা পুলিশকে অবহিত করিলে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মোঃ সুজন ফকিরকে ঘর নির্মাণ করতে নিষেধ করেন । উক্ত জমির কাগজপত্র এবং একজন এডভোকেট কে নিয়ে থানায় যেতে বলেন ।
আইনের কথা অমান্য করিয়া ১৭/১০/২৪ বৃহস্পতিবার সকাল ৫ঃ৩০ মিনিটের সময়। নড়াইল সদর লক্ষীপাশা লোহাগড়া ও বিভিন্ন এলাকা থেকে ৩০/৩৫/ জন লাঠিয়াল সন্ত্রাসী দাঙ্গাবাজদের দেশীয় অস্ত্র সহ লোক জন এনে ঘর নির্মাণ করতে গেলে।
জাহিদুল হক রনি লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থায় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করেন।অভিযোগের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে সত্যতা জানতে পেরে । সেনাবাহিনী ও লোহাগড়া থানা পুলিশ উভয়পক্ষকে লোহাগড়া থানায় জমির কাগজপত্র নিয়ে শান্তির জন্য মীমাংসা করার আহ্বান জানান এবং উভয়পক্ষকে কোনো প্রকার সহিংসতার ঘটনা ঘটালে আইনের আওতায় আনার নির্দেশনা দেন এই এলাকার পরিবেশ পরিস্থিতি এখন নিয়ন্ত্রে আছে