আব্দুল্লাহ আল মামুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার মুক্তিযোদ্ধারা বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলামের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে লোহাগড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে আয়োজিত এই মানববন্ধনে শতাধিক মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনগণ অংশ নেন। মানববন্ধনের আয়োজক ছিল লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।
মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ভূঁইয়ার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা ইউএনও জহুরুল ইসলামের সৎ ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি লোহাগড়া উপজেলায় তার দায়িত্বকালে মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং তাদের সমস্যার সমাধানে অগ্রগামী ভূমিকা পালন করেছেন বলে উল্লেখ করেন মুক্তিযোদ্ধারা।
মানববন্ধনে মুক্তিযোদ্ধারা বলেন, “ইউএনও সাহেব আমাদের জন্য সবসময় পাশে থেকেছেন। মুক্তিযোদ্ধাদের জন্য তার গৃহীত নানা উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বদলি হলে আমরা আরও ভালো কাজের সুযোগ হারাবো।”
অন্যান্য বক্তারা উল্লেখ করেন, ইউএনও জহুরুল ইসলামের নেতৃত্বে লোহাগড়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। তার বদলির ফলে এই উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হতে পারে এবং উপজেলার উন্নয়ন প্রক্রিয়া থমকে যেতে পারে। বক্তারা বলেন, সৎ ও দক্ষ কর্মকর্তার বদলির আদেশ দ্রুত প্রত্যাহার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।
মানববন্ধনে অন্যান্য মুক্তিযোদ্ধারা বলেন, “আমরা সরকারকে অনুরোধ করছি যে ইউএনও সাহেবের বদলি আদেশ বাতিল করা হোক। তার মতো একজন কর্মঠ কর্মকর্তাকে আমাদের উপজেলায় রাখার জন্য আমরা একত্রিত হয়েছি।”
এমন প্রেক্ষাপটে স্থানীয় জনগণের পক্ষ থেকেও ইউএনও’র প্রতি ব্যাপক সমর্থন প্রকাশ করা হয়েছে। উপস্থিত সাধারণ মানুষ মনে করেন, ইউএনও জহুরুল ইসলাম একজন জনকল্যাণমুখী কর্মকর্তা যিনি সাধারণ মানুষের সেবায় সর্বদা নিবেদিত থাকেন।