আবুল কালাম আজাদ, চট্টগ্রাম দক্ষিণঃ
৮ সেপ্টেম্বর দুপুর ১২ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন এমচর হাট বাজারে তিন স্বর্ণ প্রতারক নকল স্বর্ণ বন্ধক রেখে টাকা নিয়ে যাওয়ার পর আবার বিক্রি করতে আসলে প্রতারক চক্রের দুই নারী ১ পুরুষ সহ তিনজনকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেন ।
স্বর্ণ ব্যাবসায়ী জগদিস নাথ জানান ১ম সাপ্তাহ আগে আমার দোকানে নকল স্বর্ণ বন্ধক রেখে ২৮ হাজার টাকা নিয়ে যায়। আমি ব্যস্ততার কারণে তাৎক্ষণিকভাবে যাচাই না করে টাকা দিয়েদি।পরে স্বর্ণ গুলো পরীক্ষা করলে নকল স্বর্ণ জানতে পারি।৮ সেপ্টেম্বর তারা বন্ধকী নকল স্বর্ণ বিক্রি করে বাকী টাকা নিতে আসলে আমি তাদের আটকাতে চেষ্টা করি।
তারা দৌড়ে পালাতে চেষ্টা করলে স্হানীয় জনগণ তাদের আটক করতে সক্ষম হয়। পরে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ তাদের নিয়ে যায়।আটককৃতরা হলেন, কক্সবাজার জেলা পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের আলী চাঁদ মাতবর পাড়া এলাকার জান্নাতুল আইমন ( ৩৫)তার ননদ কানিজ ফাতিমা ( ২৫) ও শুশুর নুরুল আবছার (৭৬)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেন, খবর পাওয়ার পর এস আই দুলাল বাড়ৈকে ঘটনা স্থলে পাঠিয়ে প্রতারকদের থানায় নিয়ে আসি। তারা প্রতারণার কথা স্বীকার করে৷৯ সেপ্টেম্বর সকলে কোর্টে চালান করেদি।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..