খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পক্ষ থেকে প্রখ্যাত শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা শহিদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক) এর ৪৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের
পক্ষ থেকে দৌলতপুরস্থ তার স্মৃতি স্তম্ভে ২৯ ডিসেম্বর প্রথম প্রহরে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা অর্পণ করা হয়। কুয়েট ভাইস-চ্যান্সেলর এর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা। এসময় কুয়েটের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আসলাম পারভেজ, সহকারী রেজিস্ট্রার আক্কাস আলী, ফিন্যান্স অফিসার এফ এম সাইফুল্লাহ পলাশ, পিএস টু ভিসি গাজী বরকত উল্ল্যাহ, যানবাহন কর্মকর্তা রুহুল আমীন, সহকারী প্রকৌশলী রুমেন রায়হান, নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন প্রামানিক, এ্যাকাউন্টস অফিসার আফরোজ আহমেদ, এ্যাকাউন্টস অফিসার জি এম আবু সাঈদ, সেকশন অফিসার (গ্রেড-২) রবিউল ইসলাম, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আমিরুল ইসলাম, সহকারী টেকনিক্যাল অফিসার ইকবাল হোসেন, সহকারী টেকনিক্যাল অফিসার জি এম মনিরুজ্জামানসহ কুয়েটের অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), ৩য় শ্রেণী কর্মচারী সমিতি, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি, মাষ্টাররোল কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ এবং অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।