1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
শহীদ সুজাউদ্দিন গাজীর আত্মবলিদান অমর হয়ে থাকবে মগরাহাট পশ্চিমের সাধারণ মানুষের হৃদয়ে
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

শহীদ সুজাউদ্দিন গাজীর আত্মবলিদান অমর হয়ে থাকবে মগরাহাট পশ্চিমের সাধারণ মানুষের হৃদয়ে

  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারী, ২০২২, ৮.১৬ পিএম
  • ৪২৬ বার পঠিত

মনোয়ার ইমামঃ

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলের তৃনমূল দলের যুব সভাপতি প্রায়ত জনাব সুজাউদ্দিন গাজীর মৃত্যুর স্মৃতি স্বরণে বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের নেত্রী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্রীমতী সঙ্গীতা হালদার বলেন, প্রায়ত শহীদ সুজাউদ্দিন গাজী ভাই মারা যায়নি সাধারণ মানুষের হৃদয়ে। তার ত্যাগ ও লড়াই আগামী দিনে উৎযাপিত করবে সাধারণ মানুষের মধ্যে। কিছুদিন আগে মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলের তৃনমূল দলের নেতা ও যুব সভাপতি খুন হয় বাড়ির কাছে। সেই খুনের ঘটনায় সরাসরি অভিযোগ উঠেছে মগরাহাট পশ্চিমের বর্তমান বিধায়ক ও সাবেক পশ্চিম বাংলা সরকারের মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী জনাব গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে। মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের পক্ষ থেকে বলা হয়েছে উত্তর কুসুম অঞ্চলের তৃনমূল দলের নেতা ও অঞ্চল প্রধান জনাব কুতুবউদ্দিন লস্কর কে ফেলতে উত্তর কুসুম অঞ্চলের কুখ্যাত অপরাধী সুজাউদ্দিন গাজীর মৃত্যুর কেসে ধৃত জনাব হবিবুর রহমানের সাথে মিলিত হয়ে প্রাধান ফেলতে বলা হয়েছে মুটো ফোনের মাধ্যমে। যা ভাইরাল হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই ঘটনার পর সুজাউদ্দিন গাজী প্রাধান ফেলতে অস্বীকার করেন। এবং তার কিছু দিন বাদে প্রায়ত শহীদ সুজাউদ্দিন গাজীর বাড়ির কাছে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুস্কৃতিকারীরা। ছয়দিনের জীবনের সাথে পাল্লা দিয়ে জীবন যুদ্ধে তার মৃত্যু হয়। এই ঘটনার পর মোট সাতজন কে গ্রেফতার করে ডায়মন্ডহারবার জেলা পুলিশ। এবং ডায়মন্ডহারবার জেলা পুলিশের ডায়মন্ডহারবার এস ডি পি ও শ্রী মিতুন কুমার দে এবং মগরাহাট থানা ও উস্হি থানার সি আই শ্রী সুবীর বাঘ ও উস্হি থানার ওসি অভিজিৎ বাবু ও বর্তমান উস্হি থানার ওসি শ্রী লিটন বাবুর তৎপরতায় ধরা পড়ে যায়। কিন্তু এখনও অধরা এই খুনের ঘটনায় জড়িত সুপারি কিলাররা। তাদের গ্রেফতার করার ডাক দেওয়া হয় আজ স্বরণ সভায়। এবং প্রায়ত শহীদ সুজাউদ্দিন গাজীর পরিবারের পাশে থাকার অঙ্গিকার করেন এই সভায় উপস্থিত নেতৃত্ব। এবং এই সভায় থেকে শহীদ সুজাউদ্দিন গাজীর স্মৃতি বহনে একটি স্মৃতিস্তম্ভ ও শৌধগৃহ স্থাপন করেন। এই সভায় উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের সাবেক সভাপতি শ্রী সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের লড়াই করা দাপুটে তৃনমূল দলের নেতা জনাব ডাক্তার সাজিদুল হক গায়েন এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা জনাব নুরুজ্জামান সেখ মন্টু ও শ্রমিক শ্রেণীর নেতা জনাব আক্তার হোসেন খোকন ও উত্তর কুসুম অঞ্চলের তৃনমূল দলের নেতা ও প্রধান জনাব কুতুবউদ্দিন লস্কর সাবেক আই এস এফ নেতা ও বর্তমানে তৃনমূল দলের নেতা জনাব মইনুল ইসলাম এবং মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলের বিভিন্ন গ্রামপঞ্চায়েত সদস্য ও তৃনমূল দলের নেতা ও কর্মীরা এবং সাধারণ মানুষেরা। এবং এই সভায় ভীড় উপচে পড়ে।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

4 responses to “শহীদ সুজাউদ্দিন গাজীর আত্মবলিদান অমর হয়ে থাকবে মগরাহাট পশ্চিমের সাধারণ মানুষের হৃদয়ে”

  1. Ebbkqe says:

    buy imitrex for sale – order imitrex 50mg buy sumatriptan 50mg pills

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews