,বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শায় নিখোঁজের ৫ দিন পর ইসরাফিল হোসেন ( ৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে কাশিয়াডাঙ্গা গ্রামের এক বাশ বাগান থেকে শার্শা থানার পুলিশ ও ডিবি পুলিশ এ মরদেহটি উদ্ধার করেছে ।
ইসরাফিল হোসেন কাশিয়াডাঙ্গা গ্রামের বজলুর রহমানের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান শুক্রবার রাত ৮ টার দিকে ইসরাফিল এর স্ত্রী থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন যে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরণে ছিল -লুঙ্গী এবং গায়ে গামছা।অভিযোগের ৫দিন পর বুধবার নিখোঁজ ইসরাফিলের মরদেহ সন্ধান পায় পুলিশ।
এ ব্যাপারে সন্দেহ জনকভাবে ৩ জন কে আটক করা হয়। তাদের স্বীকার উক্তি অনুযায়ী একটি বাশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
Leave a Reply