শাহজাদপুর প্রতিনিধি :
শাহজাদপুরে জলাশয়ে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে । বেলাল প্রামানিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার রূপবাটি ইউনিয়নের সওদামারা গ্রামের ছবির উদ্দিন প্রামানিকের ছেলে বেলাল প্রামানিক বাড়ির পাশের জলায় গোসল করতে গেলে একই গ্রামের হোসেন আলীর ছেলে ইউনুসের সাথে কথা কাটাকাটি হয় । বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক ভাবে মজিবর মোল্লা গ্রুপ এবং ঠান্ডু প্রামানিক গ্রুপ লাঠিসোঁটা, ফালা, হাসুয়া, রামদা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল হাসিবুল ইসলাম , ওসি শাহিদ মাহমুদ খান সহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষ চলাকালে মোল্লা গ্রুপের মজিবর মোল্লা (৫৬) নজরুল ইসলাম (২৬) ও ইউসুফ (৩৫) এবং প্রামানিক গ্রুপের জীবন ( ১৯) কবিরুল (২৫) হাফিজ(৩২) ফলাবিদ্ধ ও হাসুয়ার আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয় । আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে । এদিকে পুনরায় সংঘর্ষ এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।