হাবিবুর রহমান,শাহরাস্তি(চাঁদপুর)প্রতিনিধিঃ
শাহরাস্তিতে প্রথম দিনে ১০ ইউপিতে ১২ চেয়ারম্যানসহ ১৬১ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ।নির্বাচন কমিশনের চতুর্থ ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী শাহরাস্তিতে প্রথম দিনে ১০ ইউপিতে ১২জন চেয়ারম্যান, সংরক্ষিত আসনে ৩৮জন প্রার্থী ও সাধারণ সদস্য ১১১ জন প্রার্থীসহ মোট ১৬১ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল ১৫ নভেম্বর সোমবার নির্বাচন রিটানিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।নির্বাচন কার্যালয় সূত্রে জানায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রথম দিনেই ১২ চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যসহ ১৬১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।১০ নভেম্বর বুধবার ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।আগামি ২৩ ডিসেম্বর এ ধাপের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর সোমবার । আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর সোমবার । প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর মঙ্গলবার। ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার।