অনলাইন ডেস্কঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রায় পানিতে ডুবে শিশু দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ (শুক্রবার) বিকালে শিবগঞ্জ উপজেলার মায়দানহাট্রা ইউনিয়নের ঘটনাটি চাঁন্দইর গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, ওই গ্রামের আরিফুল ইসলামের শিশু পুত্র আজিম (০৩) ও শরিফুল ইসলামের সাড়ে ৩ বছরের শিশু পুত্র সুফিয়ান সম্পর্কে চাচাতো ভাই বাড়ির পাশে খেলা করে। এ সময় তারা খেলার একপর্যায় জনৈক প্রতিবেশির দীর্ঘদিনের খুরে রাখা পানি ভরা গভীর গর্তে পড়ে যায়। সন্ধায় একে অপরকে শক্তভাবে জড়িয়ে ধরা দুই ভাইয়ের লাশ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এসময় এক হৃদয় বিদারক দৃর্শ্যের অবতারনা হয়। দুই পরিবারের স্বজনদের বুকভাটা কাঁন্নায় যেন এ সময় মুহর্তে আকাশ বাতাশ ভাড়ী হয়ে উঠেছে।
Leave a Reply