ওয়াকিল আহমেদ, নিজস্ব প্রতিবেদকঃ
যেখানেই সঙ্কট আসে, দূর্যোগে জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়ে, সেখানেই ছুটে যান জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি৷
জানা গেছে, ১৪/১০/২০২১ ইং, বুধবার সারাদিন কুমিল্লা চাঁদপুরে সাম্প্রতিক কুমিল্লার ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটা হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন ও সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে সরকারের অসাম্প্রদায়িক চেতনার কথা পুনর্ব্যক্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জনগণের সাথে কথা বলে এই সঙ্কট নিরসনের রূপরেখা প্রণয়ন করেন।
উক্ত ঘটনার ধারাবাহিকতায় ১৫/১০/ ২০২১ ইং, দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় আবারও মন্দিরে হামলা চালায় দুষ্কৃতকারীরা। সেই খবর পেয়ে আজ ১৬/১০/২০২১ইং, সকালেই সেখানে ছুটে যান হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি৷ তিনি ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে সহানুভূতি জানান। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে এবং এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেজন্য স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন।