নিজস্ব প্রতিবেদক :
১৯ মে রাত সাড়ে দশটার সময় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন যাদুরচরস্থ ঢাকা আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে জাদুরচর ব্রিজের উপর একটি অজ্ঞাতনামা গাড়ির চালক বেপরোয়া ও দ্রুত গতিতে গাড়ি চালাইয়া একটি মোটরসাইকেল যার রেজি নং ঢাকা মেট্রো ল ৫৭ -১৬৯৭ কে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক আরিফ হাসান (৩০) ও মোটরসাইকেল আরোহী হাফিজা আক্তার তানিয়া (৩০) মারাত্মক ভাবে আহত হন। এইসময় মোটরসাইকেলটি ব্যাপকক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোটরসাইকেল আরোহী হাফিজা আক্তার তানিয়াকে মৃত ঘোষণা করে।
উল্লেখ্য আহত আরিফ হাসান (৩০) পিতা -আব্দুর রউফ ও মোটরসাইকেল আরোহী হাফিজা আক্তার তানিয়া (৩০) পিতা আরিফ হাসান জামালপুর জেলার টেগারচর এলাকার বাসিন্দা।
উক্ত বিষয়ে সাভার মডেল থানায় অজ্ঞাত নামা চালক ও গাড়ির বিরুদ্ধে মামলা রুজু হয়। মামলার নং ৬০ তারিখ ২০/৫/২০২৪ ইং ধারা ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে ৯৮/ ১০৫। মামলা পর সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা অক্লান্ত পরিশ্রম করে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে অজ্ঞাতনামা গাড়ি এবং চালক সনাক্ত করতে সক্ষম হয় এবং পরবর্তীতে জানতে পারে যে অজ্ঞাতনামা গাড়িটি কাভার্ডভ্যান ছিলো যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ম ১১-৬৭৬৯ গাড়ির চালক মোঃ শামীম (২১) – মোঃ শহিদ মাতা- নিরু বেগম সম্ভপুর মোল্লাবাড়ি থানা তজুমুদ্দিন জেলা ভোলা।
সাভার হাইওয়ে থানার অভিযানিক টিম অভিযান পরিচালনা করে ৩১ মে সকাল ৮ টা ৩৫ মিনিটের সময় গাড়ির চালক এবং কাভার্ডভ্যানটি কেরানীগঞ্জ মডেল থানাধীন ওয়াশপুর সাকিনস্থ সদাগর এক্সপ্রেস লিমিটেড এর প্রধান কার্যালয় প্রাঙ্গণ হতে আসামি মোঃ শামীম (২১)কে গ্রেপ্তার ও গাড়িটি জব্দ করে । জব্দকৃত গাড়িটি সাভার হাইওয়ে থানা হেফাজত আছে।
ঘাতক ড্রাইভার তার দায় শিকার করেছে। এবং সেই সড়ক দুর্ঘটনার পুরো বর্ণনা দিয়েছে বলে যানা যায়।
এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করেছে।
এমন এক সড়ক দুর্ঘটনার অজ্ঞাতনামা ড্রাইভারকে এতো তাড়াতাড়ি গ্রেফতারে সাভার সচেতন মহলের প্রশংসায় ভাসছে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা আয়ুব আলী সহ তার চৌকোস টিম।