নিজস্ব প্রতিবেদক :
জি,এম স্বপ্না লোকাল গভার্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি ৩) এর আওতায় ২০১৯-২০ অর্থ বছরে করোনা ভাইরাস প্রতিরোধে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা ইউনিয়ন পরিষদে ২০০ জন অসহায়,গরীব ও দরিদ্র উপকারভোগীদের মধ্যে সার্জিক্যাল মাস্ক, সাবান, বিলিচিং পাউডার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কালে ইউনিয়ন পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মতিয়ার রহমান সরকারের সভাপতিত্বে ও সচিব মিলন চন্দ্র ঘোস এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: দেওয়ান মওদুদ আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বাদশা, এমপি জনাব তানভীর ইমামের একান্ত সচিব উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক জনাব মীর আরিফুল ইসলাম উজ্জল, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জর্ণা খাতুন, ইউপি সদস্য আশরাফুল ইসলাম সানোয়ার,মজনু,উদ্যোক্তা জাহাঙ্গীর আলম,সুলতান মাহমুদ,শহিদুল ইসলাম, আল মামুন, নারী সদস্য আসমা খাতুন, ছালেহা খাতুন,রেহেনা খাতুন সহ অনেকে।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের আগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: দেওয়ান মওদুদকে ফুল দিয়ে বরণ করে নেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব সহ সদস্যরা।