ডেস্ক : বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। গতকাল বুধবার থেকে শুরু হওয়া এই অনুশীলনে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। গত তিনদিনে ক্যাম্পে এক সহকারী কোচসহ ২৯ জন খেলোয়াড়ের মধ্যে ১৯ জনের দেহেই করোনভাইরাস ধরা পড়ে।
আজ শুক্রবার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গণমাধ্যমকে এক সহকারী কোচসহ ১৯ ফুটবলারের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে।
গত তিন দিনের টেস্টে এক কোচসহ যারা আক্রান্ত হয়েছেন করোনায়
কোচ : মোহাম্মদ মাসুদ পারভেজ (সহকারী কোচ)
ফুটবলার : সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, ফয়সাল আহমেদ ফাহিম, মানিক হোসেন মোল্লা, মনজুরুর রহমান মানিক, মোহাম্মদ আবদুল্লাহ, ইয়াসিন আরাফাত, বিপলু আহমেদ ও মাহবুবুর রহমান সুফিল, বিশ্বনাথ ঘোষ, নাজমুল ইসলাম রাসেল, সুমন রেজা, ম্যাথিউস বাবলু, রবিউল হাসান, আনিসুর রহমান জিকু, শহিদুল আলম সোহেল।
আগামীকাল যাদের টেস্ট করা হবে : তাওহীদুল আলম সবুজ, তপু বর্মণ, মামুনুল ইসলাম মামুন, আশরাফুল ইসলাম রানা, রায়াহান হাসান, ইয়াসীন খান, নাবীব নেওয়াজ জীবন ও টিম ম্যানেজার সত্যজিত দাস রুপু।