ওমর ফারুক, বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা ও কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে সাধারণ মানুষের সুবিধার্থে চট্টগ্রাম-বোয়ালখালী চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিসি বাস। ২ মার্চ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে এই রুটে বাস চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ বাস সার্ভিস উদ্বোধন করেন সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।বিশেষ অতিথি ছিলেন-বিআরটিসি’র চেয়ারম্যান তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠান সঞ্চালনা করেন-বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন। উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (fvicªvß) শাহাদাত হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে, বিআরটিসি বাস গুলো চট্টগ্রাম বহদ্দারহাট থেকে বোয়ালখালী উপজেলা সদর, কানুনগোপাড়া হয়ে দাশের দীঘি পর্যন্ত যাতায়াত করবে।
Leave a Reply