নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, রোড, কুড়িগ্রাম হেলিপ্যাড রোড, পৌর শহরের ব্যস্ততম রোডে ড্রেনে ঢাকনা না থাকায় ঢাকনাবিহীন ড্রেনের পাশ দিয়ে চলাফেরা ঝুঁকিপূর্ণ ও বিপদজনক । ওই সড়কে পথচারী সহ শিশু, স্কুল ছাত্র-ছাত্রীরা হাঁটলে আতঙ্কে থাকেন কখন বিপদ নেমে আসে। মানুষের চলাচলের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।
এলাকাবাসী জানান, র্দীঘদনি ধরে ড্রেনে পড়ে থাকা ময়লার ভাগারে জন্ম নিয়েছে মশা। ড্রেনের আশেপাশে অপরচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এলাকার চারপাশ পরিস্কার রাখা দরকার। কারণ অপরিস্কার থেকেই রোগ জীবাণু তৈরি হয়। প্রফেসার এম, আব্দুর রহিম বলেন, কলেজ এর পিছনের রাস্তার ড্রেনের পাশে হাঁটলে ভয় লাগে। আর সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকলে আমাদের আতঙ্ক বেড়ে যায়। ড্রেনের ঢাকনা নেই, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। শহরের আরও বেশ কিছু এলাকার ড্রেন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নড়াইল পৌরসভা এসব দেখে না ঢাকনা না থাকায় কয়দিন পরপর দুর্ঘটনা ঘটে থাকে। কিছুদিন আগে একটি ছোট ছেলে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলো হঠাৎ করে ঢাকনা বিহীন ড্রেনে পড়ে যায়। আমরা ছেলেটিকে আর্বজনার দুর্গন্ধযুক্ত ড্রেনের ভাগার থেকে তুলে আনি। এলাকার মানুষ ময়লার বস্তা বা ঘরের প্রতিদিনের ময়লা ফেলে যায় ঢাকনা বিহীন ড্রেনে। ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাচ্ছে। আমার দাবি পৌরসভার কর্তৃপক্ষ’র কাছে দ্রুত ড্রেনের ঢাকনা লাগানো হোক ।
Leave a Reply