আনোয়ার হোসেন আন্নুঃ
ঢাকার সাভারে অধর চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খোরশেদুজ্জামান ফিরুজী স্যারের ছোট ছেলে কৃর্তি ফিরুজীর সু চিকিৎসার জন্য শহীদ মজনু একাডেমীর মাঠে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক জনপ্রিয় কাউন্সিলর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।
আজ (১৮জানুয়ারি) শনিবার বিকেলে সাভার অধর চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খোরশেদুজ্জামান ফিরুজী স্যারের ছোট ছেলে কৃর্তির ফিরুজীর সু চিকিৎসার জন্য সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ড ছায়াবীথি শহীদ মজনু একাডেমীর স্কুল মাঠে একটি চ্যারিটি কনসার্টের অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির জনপ্রিয় নেতা সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর বর্তমান মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ দুইবারের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, বিশেষ অতিথি হাজী মোঃবদিউজ্জামান বদির, ও মোঃগোলাম মোস্তফা।অনুষ্ঠানে খোরশেদুজ্জামান ফিরুজী স্যারের বড় ছেলে নিপু সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।এর আগে ১৭জানুয়ারি শুক্রবার মানবিক বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম কৃর্তির মাও ভাই হাতে ১২ লক্ষ টাকানগদ টাকা তুলে দেন।
খোরশেদুজ্জামান ফিরুজী স্যারের সহধর্মিনী কৃর্তির মা আবেগ আপ্লুত হয়ে বলেন রাজনীতিবিদরা যে এতটা মানবিক হয় বিএনপি নেতা মোঃখোরশেদ আলম আমাদের পাশে দাঁড়িয়ে তা প্রমাণ করে দিলো।ম্যাম আরো বলেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু অতীতে স্যার যখন জীবিত ছিলেন আমাদের পরিবারের পাশে যেমনি দাঁড়িয়েছেন এবার ও তেমনি আমাদের পাশে দাঁড়িয়েছেন আমার দেখা অত্যন্ত বিনয়ী একজন ভদ্র মানের মানুষ। পৌর মেয়র পদপ্রার্থী মোঃখোরশেদ আলম বলেন আমার ডাকে সারাদিয়ে যারা মানবিক ভাবে কৃর্তির সুচিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছেন সকলকে ধন্যবাদ। আমরা প্রমান করে দিব আমরা সাভারের মানুষ মানবিক কাজে সবার সেরা।কৃর্তির সুচিকিৎসা দিয়ে আমরা কৃর্তিকে সুস্থ করে দেশে ফিরিয়ে আনব।
উক্ত অনুষ্ঠানে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।