আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
আজ সাভারের বিরুলিয়া ইউনিয়নের কুমারখুদা গ্রামের আশ্রয়প্রকল্প এলাকা পরিদর্শন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম আরা নীপা। ভয়াবহ বন্যায় এ এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে শুনে তিনি আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই গ্রাম পরিদর্শন করেন। এ সময় তিনি সমাজের পিছিয়ে পড়া এজনগোষ্ঠীর খোঁজখবর নেন ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারিভাবে সকল ধরনের সাহায্যের আশ্বাস দেন।
আপরিদর্শন শেষে সাভার উপজেলা নিবার্হী কর্মকর্তা শামীম আরা নীপা সাংবাদিকদের বলেন সরকার পিছিয়ে পড়া এজনগোষ্ঠীর সাহায্যের জন্য কাজ করে যাচ্ছেন এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত সকলকে সাহায্য দেওয়া হবে যাতে তারা ক্ষতি পুষিয়ে উঠতে পারেন। সরেজমিনে আশ্রয়ন প্রকল্প গ্রাম পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাথে কথা বলায় ইউএনও শামীম আরা নীপার পক্ষে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে দ্রুত সাহায্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। গ্রামটি পরিদর্শনের এসময় ইউএনও শামীম আরা নীপার সাথে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ মাহফুজ ও আমিনবাজার সহকারী কমিশনার ভূমি হ্যাপি দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য দীর্ঘ কয়েক বছর ধরে আশ্রয়ন প্রকল্পে সরকারিভাবে সকল ধরনের সাহায্য সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া সরকারের পক্ষ থেকে এখানে সবাইকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
Leave a Reply