সাভারে এক নারীকে দলবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ৩জন
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
সাভারের হেমায়েতপুরে এক নারী পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে তিন যুবকের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জের বেলকুচি থানার দেলুয়া মধ্যপাড়া গ্রামের শামীম হোসেনের ছেলে তারেক রহমান (২১), নড়াইল জেলার কালিয়া থানার কালিয়া গ্রামের ফিরোজ কাজীর ছেলে মোঃ রাব্বী (২০) ও অমিত হাসান (২২)। তারা তিনজনই সাভারের হেমায়েতপুর এলাকায় ভাড়া থাকে।
জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক সাভারের হেমায়েতপুর এলাকায় তার পরিবারের সঙ্গে ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করেন। সেই সুবাদে একই কারখানাতে কর্মরত রাব্বী ও তারেক নামের দুই যুবকের সাথে তার পরিচয় হয়। গত মঙ্গলবার রাত আটটারদিকে কারখানা ছুটি শেষে বাড়ি ফিরছিল ওই শ্রমিক।
এ সময় রাব্বি ও তারেক জোরপূর্বক ওই নারীকে সাভারের জয়নাবাড়ী এলাকায় রাব্বির ভাড়া বাসায় তুলে নিয়ে যায়। পরে সেখানে রাব্বী ঘরের বাইরে পাহারা দেয় এবং তারেক ওই নারীকে ধর্ষণ করে। এ সময় অমিত নামে আরও এক যুবক ঘটনাস্থলে এসে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে।
পরবর্তীতে তারা ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনার পর বিষয়টি তার পরিবারের কাছে জানালে বুধবার রাতে ওই কিশোরীর মা সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে সাভার থানা পুলিশ বুধবার রাতেই হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে।