আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব’- এই স্লোগানে সাভারে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার নেতৃত্বে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে এর সামনের সড়ক প্রদক্ষিণ করে আবার স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, দেশে বর্তমানে এইচআইভি/এইডস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৪ হাজার। এসব রোগীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত হয়ে চিকিৎসার আওতায় এসেছে মাত্র ৭ হাজার ৩৭৪ জন।
আট দশটা ক্রনিক ডিজিজেসের মতো এইডসও একটা রোগ উল্লেখ করে ডা. সায়েমুল হুদা আরও জানান, এই রোগ একেবারে সেরে যাবে না। এইচআইভি ভাইরাসে আক্রান্ত হলে মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তবে আজকে আক্রান্ত হলে কালকেই যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে সেটা নয়। কারো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে যে কোনো ইনফেকশনেই মৃত্যু হতে পারে।তবে ওষুধ দিয়ে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চেষ্টা করি শুধু।
এইডস আক্রান্ত জনগোষ্ঠী নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে কুসংস্কার, ভ্রান্তধারণা ও বৈষম্য আছে তা দূর করার আহ্বান জানান ডা. সায়েমুল হুদা