1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
সাভারে ভাটপাড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৬ জঙ্গি আটক
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুখবর দিলেন মেহজাবীন, বিয়ের আনন্দের সাথে যুক্ত হলো আরও আনন্দ। জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘কথা বললেই মামলার সংখ্যা বাড়ে। রাবির সাবেক ভিসি আবদুস সোবহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চট্টগ্রামে ঘটল শিশু ধর্ষণের চাঞ্চল্যকর আরেক ঘটনা। এবার অভিযোগ বাবার বিরুদ্ধে মেয়েশিশুকে ধর্ষণের। বিচারের আগে নির্বাচনের আলাপ না আনতে হুঁশিয়ারি সারজিসের পাবনায় ইউএনওর কক্ষে বিএনপির সন্ত্রাসী কর্তৃক স্থানীয় জামায়াত নেতাদের মারধর করার . রাজশাহীর বাঘায় গাঁজার গাছ সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার দিনাজপুর জেলা প্রশাসনের বাজার তদারকি অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা নারীসহ প্রশাসনিক কর্মকর্তা আটক: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা সাভার পৌরসভা বিজয় রোড এর শুভ উদ্বোধন করেন খোরশেদ আলম

সাভারে ভাটপাড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৬ জঙ্গি আটক

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০, ৯.৪৯ পিএম
  • ৩১৯ বার পঠিত

আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধিঃ

সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জামাত উল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি’র সক্রিয় ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, সাময়িকী ও ডিজিটাল কনটেন্টসহ মোবাইল।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকায়  তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জেএমবির সদস্যরা হলেন রাজশাহী জেলার ওমর ফারুক রুবেল ওরফে সানী (২৮), জামালপুর জেলার হাবিবুর রহমান ওরফে বাদশা (৪৮) একই জেলার সাইদুর রহমান ওরফে সাইদুর (৫৫) মাহবুবুর রহমান ওরফে দুদু (৫৫), শফিকুল ইসলাম শফিক (৩৭) ও গোলাম মোস্তফা (৫১) র‌্যাব জানায়, কিছু জেএমবি সদস্য সাভার বাড্ডা এলাকায় সংঘবদ্ধ হয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর আভিযানিক দল গতকাল শনিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। পরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় ৬ সদস্যকে আটক করেন তারা। এসময় তাদের কাছ থেকে বেশকিছু উগ্রবাদী সম্পর্কিত

লিফলেট, সাময়িকী ও ডিজিটাল কনটেন্টসহ মোবাইল উদ্ধার হয়।
র‌্যাব আরও জানায়, গ্রেফতার হওয়া পেশায় মাদ্রাসা শিক্ষক ওমর ফারুক একজন শীর্ষস্থানীয় জেএমবি নেতার বিভিন্ন এনক্রিপটেড সফটওয়্যার ও মোবাইল এ্যাপস সম্পর্কে শিক্ষা গ্রহণ করেন। যার মাধ্যমে সংগঠনের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হত। তার ব্যবহ্নত মোবাইল থেকে বিভিন্ন উগ্রবাদি ডিজিটাল কন্টেন্ট পাওয়া গেছে। এছাড়া গ্রেফতার মোস্তফা ২০০৪ সালে জেএমবি কর্তৃক জামালপুরে মুসলিম হতে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত আলোচিত গনি গোমেজ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছে।

গ্রেফতার হাবিবুর রহমান জামালপুর সদর থানার ঘোড়াধাপ এলাকায় গত ১০ বছর যাবত জিএমবিকে নের্তৃত্ব দিচ্ছে। সহযোগীরা গোপনে মোটিভেশনাল কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেফতার সাইদুর রহমান জেএমবিকে শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও মনোবল ধরে রাখতে সে বিভিন্ন সময় আর্থিক সহায়তা করে থাকেন। মাহবুবুর রহমান জেএমবি সদস্যদের মাঝে জঙ্গি সংক্রান্ত বিভিন্ন বই, ম্যাগাজিন নিয়মিত গোপনে বিতরন করে বলে জানিয়েছে র‌্যাব। সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেফতার জঙ্গি সদস্যদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews