অবশেষে সাভার থানা পুলিশের তৎপরতায় গ্রেফতার হলেন স্কুল ছাত্রী নীলা রায় হত্যাকান্ডের প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরী (২১)। শুক্রবার রাতে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকায় কর্নেল ব্রিক ফিল্ডের ভেতর থেকে মিজান ও তার সহযোগী সাকিব (২০) এবং জয়কে (২১) আটক করে সাভার মডেল থানা পুলিশ। মিজানের সহযোগী দুইজনের বাড়ী ব্যাংক কলোনী এলাকায়। এর আগে হত্যাকারী মিজানের মা ও বাবাকে আটক করে র্যাব-৪। বৃহস্পতিবার গভীর রাতে মানিকগঞ্জ জেলার চারিগ্রাম এলাকা থেকে তাদের কে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আবদুর রহমান (৬০) ও নাজমুন নাহার সিদ্দিকী (৫০) ।
নাজমুন নাহার সিদ্দিকী ও আবদুর রহমান সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ডের এ- ৭৪/২ ব্যাংক কলোনীর সাইদুল আলমের বাসায় ভাড়াটিয়া। এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নীলা রায় হত্যাকাণ্ডের প্রধান আসামি মিজানকে তার দুজন সহযোগীসহ একটি ব্রিকফিল্ডের ভেতর থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে। এর আগে মিজানের মা ও বাবার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..