আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
সাভার উপজেলা নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
শুক্রবার সকালে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
গত রোববার বিকেলে বর্তমান উপজেলা চেয়ারম্যানের একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ তরিকত ফ্রন্টের চেয়ারম্যান সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
এতেই দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রাজীব।
সাভার উপজেলায় তিন পদে মনোনয়ন জমা দিয়েছিলেন মোট ১২ জন।
বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ও বাংলাদেশ তরিকত ফ্রন্টের চেয়ারম্যান সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল।
ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন বুলবুল।
সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী দুই জনের মধ্যে একজন সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রাজীব।
সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, সাভারবাসীর চাকর হিসাবে বিগত পাঁচ বছর কাজ করেছি আমি। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (UGDP) কর্মদক্ষতা মূল্যায়নে ঢাকা জেলার মধ্যে সাভার উপজেলা ১ম স্থান অর্জন করেছে। আমি সামনেও এই ধারা অব্যাহত রাখবো
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..