আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধিঃ
সাভার পৌরসভা সাধারণ নির্বাচন ২০২০ এর প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্র বাচ্ছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সাভার সরকারি কলেজে স্থাপিত রিটার্ণিং অফিসার এর অস্থায়ী কার্যালয়ে সকাল এগারটায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত এই বাছাই কার্যক্রম চলে। পৌর মেয়র পদে মোট ৪ জন প্রার্থী, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন এবং ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মোট ৪৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। বাছাইয়ে এই ৬৩ জন প্রার্থীকেই যোগ্য ঘোষণা করেন রিটার্ণিং অফিসার ঢাকা জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোঃ মুনীর হোসাইন খান। বাছাই কার্যক্রম শেষে গণমাধ্যমকে এক ব্রিফিংয়ে রিটার্ণিং অফিসার মোঃ মুনীর হোসাইন খান জানান, সাভার পৌরসভা সাধারণ নির্বাচন ২০২০ এর মনোনয়ন দাখিলকৃত প্রার্থীদের মনোননয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। পৌর মেয়র পদের ৪ জন প্রার্থীই বাছাইয়ে যোগ্য বিবেচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন এবং ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদের মোট ৪৯ জন বাছাইয়ে যোগ্য বিবেচিত হয়েছেন। আগামীকাল থেকে যে কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেন। আগামী ৩০ ডিসেম্বর প্রারত্থীদের প্রতীক বরাদ্দ করা হবে উল্লেখ করে সকল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলারও আহবান জানান তিনি। মনোনয়ন পত্র বাছাইকালে এসময় উপস্থিত ছিলেন- রিটার্ণিং অফিসারের দায়িত্ব পালনরত ঢাকা জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোঃ মুনীর হোসাইন খান, সহকারী রিটার্ণিং অফিসার সাভার উপজেলা নির্বাচন অফিসার ফখর উদ্দিন শিকদার, কেরাণীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল আজিজ, মিরপুর থানা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহজালাল, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ, নৌকার প্রতীক প্রাপ্ত সাভার পৌরসভার বর্তমান মেয়র ও সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গণি, বিএনপির মনোনীত প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ রেফাত উল্লাহ, ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ মোশাররফ হোসেন স্বতন্ত্র প্রার্থী মোঃ আক্তারুজ্জামান ( কুটি মোল্লা) প্রমুখ সহ সকল কাউন্সিলর পদপ্রার্থীগণ।