সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় যুবকের কারাদন্ড
ফারহানা বি হেনাঃ
Facebook Twitter share
সিলেটের বিশ্বনাথে এসাইনমেন্ট জমা দিতে বিদ্যালয়ে যাওয়ার সময় অষ্টম শ্রেণির এক ছাত্রীর সাথে ইভটিজিং করায় ফখরুল হোসেন নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ঐ যুবক উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্ব পাড়া গ্রামের মখলিছ আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাশ।
Surjodoy.com
জানা যায়, অষ্টম শ্রেণির ঐ স্কুল ছাত্রী শনিবার (১৯জুন) সকাল ১১টার দিকে এসাইনমেন্ট জমা দিতে বিদ্যালয়ে যাচ্ছিল। তখন ফখরুল হোসেন তার ফাকা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঐ স্কুল ছাত্রীকে রাস্তায় হাত ধরে টানাটানিসহ উত্তোক্ত করে।
The Daily surjodoy
এসময় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ। তিনি সাক্ষ্য প্রমাণে ও আসামি ফখরুল হোসেনের স্বীকারোক্তির ভিত্তিতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।