এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৬৯ জন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, সোমবার ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এরমধ্যে বেশ কয়েকজন চিকিৎসক এবং পুলিশ রয়েছেন।
তিনি আরো জানান, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সদর উপজেলার ৩৮ জন, জৈন্তাপুর উপজেলার ৪ জন, ফেঞ্চুগঞ্জের একজন, গোয়াইনঘাট উপজেলার একজন, দক্ষিণ সুরমার উপজেলার দুইজন, জকিগঞ্জ উপজেলার একজন। এছাড়াও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরো ৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে সোমবার ১৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে সুনামগঞ্জ জেলার ১৪ জন আর সিলেট জেলার ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
সোমবার নতুন ৬৬ জন নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৬৯ জন। মারা গেছেন ৭১ জন। এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৪৭ জন।