আশিফুজ্জামান শরাফত (চট্টগ্রাম) :
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯ মামলার আসামি আলাউদ্দিন আল মামুন প্রকাশ ওরফে কিলার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মামুন উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের মধ্যম কলাবাড়িয়া গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র। সীতাকুণ্ডে থানার ওসি তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার বারৈয়াঢালার বাসিন্দা আলাউদ্দিন আল মামুনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, খুন, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একটিতে তার এক বছরের সাজা হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে সীতাকুণ্ড থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘থানার পিসিপিআরে আলাউদ্দিন আল মামুন প্রকাশ ওরফে কিলার মামুনের বিরুদ্ধে ৯টি মামলার তথ্য পেয়েছি আমরা। এসব মামলার মধ্যে ডাকাতি, খুন, ডাকাতির প্রস্তুতি, মারামারি ইত্যাদি অভিযোগ রয়েছে। এলাকায় তাকে ডাকাত মামুনও বলা হচ্ছে। তাকে গ্রেপ্তারে একটি ওয়ারেন্ট পাওয়ার পর আমরা সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেছি। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।’