আসছে ১৬ নভেম্বর হতে ২২ নভেম্বর পর্যন্ত ৭দিন ব্যাপী চট্টগ্রাম সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশন প্রাঙ্গণে যোগাচার্য পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজ এর ১৫২তম গীতা সঙ্গোত্রী পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ এর ১১৫তম আবির্ভাব দিবস, অখণ্ড গীতা পাঠের ৪৩তম, শ্রী শ্রী বিশ্বনাথ মন্দিরের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী, রুদ্রাভিষেক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে বিশ্ব শান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন এবং ২৭ নভেম্বর সোমবার পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এর ৬৮তম আবির্ভাব উৎসব উদযাপন উপলক্ষে আগামী ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার সকাল সাড়ে ১০টায় সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশন সভাকক্ষে এক সাধারণ সভার আহবান করা হয়েছে।
আলোচ্য সূচীর মধ্যে রয়েছে যথাক্রমে সপ্তাহ ব্যাপী উৎসবের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, শঙ্কর মঠ ও মিশনের বার্ষিক মুখপাত্র “পাঞ্চজন্য” প্রকাশনা বিষয়ক আলোচনা, রাষ্ট্রীয় অতিথি ও সাধু-সন্ত মহারাজদের আমন্ত্রণ এবং বিবিধ।
উক্ত সভায় যথাসময়ে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ পরমহংসদেব শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।