আসছে ১৬ নভেম্বর হতে ২২ নভেম্বর পর্যন্ত ৭দিন ব্যাপী চট্টগ্রাম সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশন প্রাঙ্গণে যোগাচার্য পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজ এর ১৫২তম গীতা সঙ্গোত্রী পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ এর ১১৫তম আবির্ভাব দিবস, অখণ্ড গীতা পাঠের ৪৩তম, শ্রী শ্রী বিশ্বনাথ মন্দিরের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী, রুদ্রাভিষেক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে বিশ্ব শান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন এবং ২৭ নভেম্বর সোমবার পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এর ৬৮তম আবির্ভাব উৎসব উদযাপন উপলক্ষে শ্রী শ্রী গুরুপূজা, শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতা যজ্ঞ ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে অর্ঘাদি পাঠাবার যোগাযোগ মাধ্যম শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ, শঙ্কর মঠ ও মিশন, সীতাকুণ্ড, চট্টগ্রাম। মোবাইল: 01711-720386 (বিকাশ, নগদ ও রকেট) এবং Sankar Math SB A/C 0827634005956, SONALI BANK LTD, Sitakunda Branch, ctg Or Sankar Math Mission SB A/C 0200016528791, AGRANI BANK LTD. Sitakunda Branch, ctg, BANGLADESH. উল্লেখ্য যে, শঙ্কর মঠ, শঙ্কর মিশন, শঙ্কর মঠ অনাথ আশ্রম, শঙ্কর মঠ সংস্কৃত কলেজ নামে পৃথক পৃথকভাবে ব্যাংক ড্রাফট/ চেক পাঠানো যাবে।
উক্ত মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকল গুরুভাই-বোনসহ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের সর্বাত্মক সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কামনা করেন সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক প্রফেসর কেশব কুমার চৌধুরী।