সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার মনোন্নয়ন নিয়ে সৈয়দপুর সরকারি কলেজে এক সুধী সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৫ ফেব্রুয়ারি দুপুর দুইটার সময় ওই মত বিনিময় সভার আয়োজন করেন কলেজ মিলনায়তনে। কলেজ অধ্যক্ষ মো: আতিয়ার রহমান ওই সভায় সভাপতিত্ব করেন।প্রধান অতিথি নীলফামারী- ৩২৩ সংরক্ষিত নারী আসন- ২৩ রাবেয়া আলিম এমপি। বিশেষ অতিথি সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ পরিবারের সন্তান মহসিনুল হক মহসিন। ওই কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ। পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু। সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল।
শুভেচ্ছা বক্তব্যে কলেজ অধ্যক্ষ মোঃ আতিয়ার রহমান ভাষা শহীদসহ সকল শহীদদের স্মরণ করেন এবং আত্মার শান্তি কামনা করেন। তিনি স্মরণ করেন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদ সদস্যদের। তিনি স্মরণ করেন দেশের উন্নয়নের রূপকার দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে। যিনি দিনরাত নিরলস পরিশ্রম করে দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন শিক্ষা বিহীন কোন জাতি সভ্যতার উচ্চ শিখরে পৌঁছতে পারে না। তাই যে কোনো উন্নয়নে শিক্ষা বড় প্রয়োজন। তাই শিক্ষাঘাতকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। কি দিয়ে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিতে শিক্ষার মনোন্নয়ন সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রধান অতিথি রাবেয়া আলীম এম’পি বলেন আমার স্বামী সাবেক এমপি মরহুম আলীমউদ্দিন তিনি সৈয়দপুর কলেজকে নিয়ে অনেক চিন্তা করেছেন। এই কলেজের উন্নয়নে অবদানও রেখেছেন। তাই এই কলেজকে ভালোবেসে আমিও এগিয়ে নিতে হলে প্রথমে শিক্ষার মান নিয়ে কথা বলতে হবে জানতে হবে। একজন সাংসদ হিসেবে আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় তা আমি করে যাব। আরো বক্তব্য দেন কলেজের সাবেক ভিপি সবুর সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সভা পরিচালনা করেন কলেজ শিক্ষক রফিকুল ইসলাম।