তানভীর আহাম্মেদ :
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮া সোনারগাঁ উপজেলায় জ্বালানী গ্যাস থাকবেনা বলে জানিয়েছেন তিতাস গ্যাস ডিস্টিভিউশন কোং সোনারগাঁ জোনাল অফিস। এ ব্যাপারে তিতাসের পক্ষ থেকে মাইকিং ও বিভিন্ন পত্রিকাতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে সম্মানিত গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, জিটিসিএল এর নিয়ন্ত্রণাধীন সােনারগাঁও টিবিএস মডিফিকেশন কাজের লক্ষ্যে বিদ্যমান রেগুলেটিং রান সাময়িকভাবে পার্শ্ববর্তী স্থানে স্থানান্তর করে সংযুক্ত গ্রাহকদের গ্যাস সরবরাহ চালু রাখার লক্ষ্যে সাের্স লাইনের সাথে টাই – ইন কাজের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর , ২০২০ তারিখ, বৃহস্পতিবার সকাল ০৮:০০ ঘটিকা হতে ২৫ সেপ্টেম্বর, ২০২০ তারিখ , শুক্রবার সকাল ০৮:০০ ঘটিকা পর্যন্ত মােট ২৪ (চব্বিশ) ঘণ্টা সােনারগাঁও টিবিএস হতে উৎসারিত ১০ ইঞ্চি ব্যাস x ৫০ পিএসআইজি লাইন হতে সংযােগ গ্রহণকারী সকল শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত ।
সুত্র জানায়, টিপরদী ইকোনোমী জেনে গ্যাস সংযোগের জন্য ২৪ ঘন্টা কাজ করবে তিতাস কর্তৃপক্ষ। সেজন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..