তৌফিকা খাতুন টফি মীর নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার দেবহাটায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামি পার্থ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।
এর আগে শুক্রবার রাতে নিহত ছাত্রীর বাবা বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ডায়াগনস্টিক কর্মচারী পার্থ মণ্ডলকে আসামি করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে হত্যাকাণ্ডের পর থেকে পার্থ মণ্ডলকে গ্রেফতারে দেবহাটাসহ সাতক্ষীরা শহরের সম্ভাব্য একাধিক স্থানে চিরুনি অভিযান পরিচালনা করে আসছিল দেবহাটা থানা পুলিশ, জেলা ডিবি পুলিশ, র্যাব ও পুলিশ ব্যরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র একাধিক অভিযানিক দল।
দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহমেদ বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে পলাতক পার্থ মণ্ডলের অবস্থান শনাক্ত করে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার সন্ধ্যার দিকে ভারতে পালানোর প্রস্তুতিকালে সদরের কাথন্ডা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে সাতক্ষীরা ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে রাতভর নিখোঁজ ছিল দেবহাটা উপজেলার টিকেট গ্রামের দশম শ্রেণির ছাত্রী। পরদিন শুক্রবার সকালে একই এলাকার তারক মণ্ডলের জনমানবহীন পরিত্যক্ত বাড়ির সবজি বাগান থেকে ওই স্কুলছাত্রীর বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। লাশ থেকে কিছুটা দূরে পড়ে থাকা ভিকটিমের বই-খাতা, জুতা ও গোপনে ব্যবহার করা একটি মোবাইল ফোনও আলামত হিসেবে উদ্ধার করা হয়। যার ক্ষুদে বার্তায় দেখা যায়, নিখোঁজের আগ মুহূর্তে ওই ছাত্রীকে পরিত্যক্ত বাড়ির কাছাকাছি ডেকে এসএমএস করেছিল তার প্রেমিক পার্থ মণ্ডল।