শিব-বি শিহাবঃ
প্রায় এক মাস আগে মুক্তি পেয়েছে তামান্না প্রমির কন্ঠে ‘খুব আদরে’ মিউজিক ভিডিও! গানটিতে প্রমির সাথে কন্ঠ দিয়েছেন সাব্বির জামান, চমৎকার এই গানটির সুর এবং সংগীত পরিচালনাও করেন তিনি। খুব আদরে গানের কথা লিখেছেন এন আই বুলবুল এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শান।
প্রমি বলেন,আমি ঠিক এই মুহুর্তে স্টেজ প্রোগ্রাম নিয়ে খুবি ব্যস্ত সময় পার করছি। সামনে আরও ভালো কিছু কাজ আসছে সেগুলোর কাজ চলছে। তবে বলতে গেলে খুব আদরে গানটি শ্রোতারা ভালো ভাবে নিয়েছে এবং খুব ভালো সাড়া পাচ্ছি। চমৎকার এই গানটি মিউজিক আলফার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
Leave a Reply