1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
স্ত্রীর রক্তাক্ত লাশ ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

স্ত্রীর রক্তাক্ত লাশ ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ৬.৪১ পিএম
  • ২৮৮ বার পঠিত

আলী আজগর পনীর নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলার মদন উপজেলার ৬ নং তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামের  নান্দুমির এর  নিজ ঘর থেকে স্ত্রী মেরাজু ( ৪৬) রক্তাক্ত লাশ ও স্বামী  নান্দুমীরের ফাঁসিতে ঝুলানো অবস্থায় লাশ উদ্ধার করে ১২ অক্টোবর  রোজ মঙ্গলবার   মদন থানা পুলিশ ও ময়মনসিংহের ক্রাইমসিন সি আইডি বিভাগ ।

 স্বামী-স্ত্রী দুজনের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা  মর্গে পাঠানো হয়েছে। এ  ঘটনাটি ঘটেছে উপজেলার  বালালী গ্রামে।
 জানা যায়, মৃত নান্দুমির  ১১বছর  ধরে এই গ্রামে বসতবাড়ি করে আছে । নান্দুমির( ৫৫)  ৭নং নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী  গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে।

 সকাল আনুমানিক সময় ৬ ঘটিকা নান্দুমির  এর বাড়িতে  ছাগল বাওয়ানোর জন্য  ছাগল নিয়ে আসে একই  গ্রামের  সুনই মিয়া( ৪৫) নান্দুমির বাড়িতে,  ডাকাডাকি করে কোনো নড়া শব্দ না পাওয়া  দরজায় ধাক্কা দিলে, দরোজা খুলে যায় , এমন সময় দেখতে  পান সুনই মিয়া ।

নান্দুমির ফাঁসিতে ঝুলে আছে,  তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে , তার ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখে  থানা পুলিশকে খবর দেন ।
মা-বাবার মৃত্যুর ঘটনা রেখে যাওয়া সন্তান অপূর্ব (৮) ও লাবনী আক্তার (৬)  বলেন ,রাতের খাবারের শেষে মা-বাবা মাটিতে শুয়ে যায় আমরা দুই ভাইবোন খাটে শুয়ে ঘুমিয়ে যাই ।সকালে লোকজনের  চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি মা-বাবা দুজনেই মরা লাশ  ।
এবিষয়ে জানতে চাইলে তিয়শ্রী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ফখরুদ্দিন আহমেদ বলেন, লোকে মুখে শুনে ঘটনাটি দেখতে এলাম ঘটনাটি খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে ।
 এ বিষয়ে জানতে চাইলে মদন থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম বলেন ,লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, এলাকায় আতঙ্ক বিরাজ করছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
 এ ব্যাপারে জানতে চাইলে  অতিরিক্ত পুলিশ সুপার মনির হোসেন বলেন , সংবাদ পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ টিম এসেছে , অন্যান্য তদন্তকারী সংস্থা পিবিআই ও  সিআইডি  কেউ জানানো হয়েছে , তদন্ত অব্যাহত রয়েছে । দ্রুতগতিতে ঘটনার রহস্য উদ্ঘাটিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews