রংপুর ব্যুরো:
রংপুরের পীরগঞ্জে স্বামীর বাড়ির লোকজনের নির্মম শারীরিক নির্যাতনে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে খুকী বেগম নামের এক গৃহবধূকে।
সূত্র মতে, উপজেলার শানেরহাট ইউনিয়নের রায়তী সাদুল্যাপুর গ্রামের রিক্সা চালক খোকন মিয়ার মেয়ে শারমিন আক্তার খুকী একই ইউনিয়নের পার্শ্ববর্তী খামার সাদুল্যাপুর গ্রামের তাহা মিয়ার ছেলে আসাদুজ্জামানের সাথে পারিবারিকভাবে প্রায় ৫ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ১টি কন্যা সন্তান জন্ম নেয়। সন্তান হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে যৌতুকের দাবীতে স্বামী, শ্বশুড়, শাশুড়ী খুকীকে অমানসিক নির্যাতন করতে থাকে। মেয়ের সুখের কথা চিন্তা করে রিক্সা চালক পিতা খোকন মিয়া যৌতুক বাবদ ৪৮ হাজার টাকা দেয়। আবারও যৌতুকের জন্য মাস দুয়েক আগে চাপ সৃষ্টি করলে খুকী বাবার বাড়িতে চলে আসে। ঘটনার দিন রোববার সকালে খুকী বেগমের বাবার বাড়ি রায়তী সাদুল্যাপুর গ্রামে বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে স্বামী আসাদুজ্জামান, ভাশুর আমিনুল, মামা শ্বশুর রাশেদুল ইসলাম, আসমাউল ও মামা শ্বশুরের ছেলে রাকিবসহ কোলে থাকা মেয়েকে কেড়ে নিতে চাইলে খূকী বেগম বাধা দেয়। এক পর্যায়ে খুকী বেগমকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারীভাবে মারপিট করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়।
পরে ওই গৃহবধূও পিতা খোকন মিয়া বাড়িতে এসে তার মেয়েকে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখতে পেয়ে চিৎকারে আশপাশের লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।