জান্নত মীর নিজস্ব প্রতিবেদক
সামাজিক সংগঠন প্রয়াস’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সারা মাস ব্যাপী সুবিধা বঞ্চিত ও দরিদ্র পরিবারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। এইসময় প্রয়াস’র পক্ষথেকে করোনা কালীন সময়ে সম্মুখসারির যোদ্ধা জীবনের ঝুকি নিয়ে করোনাভাইরাস রোগের বিস্তার রোধে এবং দুস্থ ও অসহায় মানুষের সাহায্যার্থে দিনরাত অক্লান্ত ভাবে কাজ করার অবদান সরুপ জননেতা আ.জ.ম নাছির উদ্দিন মহোদয়কে সম্মননা স্মারক ক্রেস্ট তুলে দেন ইন্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ। প্রয়াস’র উপদেষ্টা জাফর ইকবাল সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সম্মননা স্মারক ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি আ.জ.ম নাছির উদ্দিন। প্রথম পর্যায়ে সুবিধাবঞ্চিত ও দরিদ্র ২০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply