শেখ শাহাউর রহমান বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জ চুনারুঘাট দেওয়ন্দী চা বাগানে দেয়াল ধ্বসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই বাগানের আমিন মালের পুত্র স্বপন মাল (৩৪),
দিনেশ বাকতীর পুত্র অজিত বাকতী (৩০) বাগানের ফ্যাক্টরীর পুরাতন বিল্ডিং ভাংচিল এসময় অঙ্গাত বশত তাদের উপওে পড়ে যায়।পরে বাগানের কর্মচারীরা গুরতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিন্তি শর্মা জানান, মাথায় প্রচন্ড আঘাত লাগার কারনে তাদের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
Leave a Reply