হবিগঞ্জ প্রতিনিধি :
করোনা ভাইরাসে সচেতন নাগরিক কমিটি হবিগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে, হবিগঞ্জ সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়ন এর নিজামপুর বাজার, বটতলা বাজার, শরিফাবাদ বাজার, সহ বিভিন্ন জায়গায় সচেতনামূলক প্রচারণা, ৩০০ পিছ মাক্স বিতরণ ও ডাঃ এম.এ. মাসুম বিল্লাহ্ নিজ উদ্যোগে হোমিওপ্যাথিক ঔষধ “ আর্সেনিকাম এ্যালবাম-৩০” দুইশত পিছ ঔষধ প্রধান করেন। ০৩ জুলাই বিকেলে, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি হবিগঞ্জ সদর উপজেলা শাখার, আহবায়কঃ আলহাজ্ব মীর দুলাল ও সদস্য সচিবঃ মোহাম্মদ আশরাফ উদ্দিন চৌধুরী অনিকের এর পরিচালনায়,উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি হবিগঞ্জ জেলা আহবায়ক চৌধুরী মিজবাহুল বারী লিটন,মোতালেব তালুকদার দুলাল, এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, ডাঃ এম.এ. মাসুম বিল্লাহ্,আব্দুল জলিল,আব্দুল হাসিম, তপন গোপ, মোঃ নায়েব হোসাইন, সিনিয়র সদস্যঃ মোঃ ফজলু মিয়া, আব্দুল মতিন সুজন, সম্মানিত সদস্যঃ তাপস রায়, পিন্টু রায়, মোঃ ফয়সল তালুকদার, সুজন কুড়ি, মোঃ তাহমিদ উদ্দিন চৌধুরী অমিত, পুলক রায়, মহিবুর রহমান প্রমুখ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সচেতন নাগরিক কমিটির প্রসংশা করেন।